কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট ছাড়াই সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। চেয়ারম্যান পদে নাসির খান ছাড়াও ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি জমা দেননি।
বৃহস্পতিবার চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে এডভোকেট নাসির উদ্দিন খান মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জেলা পরিষদের সাধারণ ১৩টি ওয়ার্ডে ৫৫ জন ও সংরক্ষিত ৫টি ওয়ার্ডে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন এডভোকেট নাসির উদ্দিন খান। এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে চেয়ারম্যান পদে নাসির উদ্দিন খানের সাথে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শিক্ষাবীদ ড. এনামুল হক সরদার। শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র জমা দেননি। গেল জেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট লুৎফুর রহমানের সাথে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
এদিকে, জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ১৩টি ওয়ার্ডের মধ্যে ১, ২, ৩, ৪, ৫ ও ১১ নং ওয়ার্ডে ৩ জন করে, ৬নং ওয়ার্ডে ২ জন, ৭ ও ১৩ নং ওয়ার্ডে ৫ জন করে, ৮নং ওয়ার্ডে ৯ জন, ৯নং ওয়ার্ডে ৪ জন, ১০ ও ১২নং ওয়ার্ডে ৬ জন করে সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১ ও ৩নং ওয়ার্ডে ৩ জন করে, ২নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন ও ৫নং ওয়ার্ডে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা চেয়ারম্যান পদে একজন এবং সাধারণ ওয়ার্ডে ৫৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৭ জন প্রার্থীর মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন