বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক হুইপ ফজলুল হক আছপিয়ার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ শহরের জামতলা এলাকার জন্নাহ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা প্রয়াত ফজলুল হক আছপিয়া ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। তার হাত ধরেই জেলায় উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল। সুনামগঞ্জে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম নূরুল, সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, নাদির আহমদ, আকবর আলী, আবুল কালাম, রেজাউল হক, শেরেনূর আলী, আনসার উদ্দিন, সেলিম উদ্দিন, জিয়াউর রহমান শাহীন, আছপিয়া পুত্র ব্যারিস্টার আবিদুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান ও জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক