২৭ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৭

সিলেটে পলিথিনের গুদামে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে পলিথিনের গুদামে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

সিলেটে মহানগরীতে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি ও সংরক্ষণ করার দায়ে ৫ ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রায় দুই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর বন্দরবাজারস্থ মহাজনপট্টি এলাকায় এ অভিযান চালায় সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ এমরান হোসেন বলেন, আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবসময় কাজ করছি। নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্ধ করা হয়েছে প্রায় ২ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন। এগুলো ধ্বংস করা হবে।

জরিমানা হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বন্দরবাজারস্থ মহাজনপট্টি এলাকার রাজ্জাক মার্কেটের মেসার্স ভাই ভাই স্টোর, আব্দুর রউফ এন্ড সন্স, তাওয়াক্কুলিয়া স্টোর, নিউ মার্কেট ২ নং গলির মেসার্স নাজিম স্টোর, মহাজনপট্টির লাভলী এন্ড তামিন স্টোর।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর