ভারত থেকে আসা চিনির অবৈধ চালান আটক করেছে আর্মড ব্যাটেলিয়ন পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কিনব্রিজ এলাকা থেকে চিনি বোঝাই একটি পিকআপ আটক করা হয়। পিকআপ থেকে ৫০ বস্তা চিনি জব্দ করা হয়। এ ঘটনায় দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে এমরান হোসেন ও জমশেদ আলীর ছেলে মো. জাবের আহমেদ।
এঘটনায় এস আই মো. নুরুল হুদা বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
৭ এপিবিএন এর মিডিয়া উইংয়ের সদস্য এএসআই পাবেল জানান, দীর্ঘদিন থেকে একটি চোরাচালানী চক্র সিলেটের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে নিয়ে আসছে। এমন খবর পেয়ে আর্মড পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে চালানটি আটক করে।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন