সিলেটে পুকুর থেকে বিশালাকার একটি অজগর সাপ উদ্ধার করেছে পুলিশ। পরে বনবিভাগের মাধ্যমে সাপটি নিরাপদ আশ্রয় জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
রবিবার জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর এলাকার মাটিকাপা গ্রামের মোহাম্মদ আলীর পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি প্রায় ৭ ফুট লম্বা ছিল।
জানা যায়, রবিবার সকালে মোহাম্মদ আলীর বাড়ির পুকুরপাড়ে বিশালাকার অজগর সাপটি দেখে এলাকার লোকজন জড়ো হন। তখন অনেকেই সাপটি মেরে ফেলতে উদ্যত হন। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে রক্ষা করেন। পরে খবর দেওয়া হলে বনবিভাগের একটি দল এসে সাপটি উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        