ভ্যান্টিলেটর ভেঙে সিলেটের জকিগঞ্জ থানাহাজত থেকে পালানো চুরির মামলার আসামি রাসেল আহমদ রাসুকে (২৬) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার সকালে থানাহাজত থেকে কৌশলে পালিয়েছিল সে।
জানা গেছে, বাসা-বাড়ির ভ্যান্টিলেটর ভেঙ্গে চুরির অভিযোগে গ্রেফতার করে জকিগঞ্জ থানা হাজতে রাখা হয়েছিল রাসেল আহমদ রাসুকে। বুধবার দুপুরে রাসু কৌশলে হাজতের ভ্যান্টিলেটর ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনা তদন্তে জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ক্রাইম এন্ড অবস) শেখ মো. সেলিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।
এদিকে, ঘটনার পর রাসুকে ধরতে যৌথভাবে অভিযান চালায় জকিগঞ্জ থানা ও জেলা গোয়েন্দাপুলিশ। অবশেষে বৃহস্পতিবার দুপুরে পলাতক আসামি রাসেল আহমেদ রাসুকে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম