লাইসেন্সকৃত অস্ত্র জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও সিলেট বিভাগে জমা পড়েনি ১৪৭টি আগ্নেয়াস্ত্র। বিভাগে ১ হাজার ২৯৭টি আগ্নেয়াস্ত্র জমা হওয়ার কথা থাকলেও জমা হয়েছে ১ হাজার ১৫০টি।
সূত্র জানায়, বিভাগের মধ্যে সিলেট জেলায় লাইসেন্সকৃত ৫৪৩টি আগ্নেয়াস্ত্র জমা হওয়ার কথা ছিল। এর মধ্যে জমা হয়েছে ৪৮৪টি। আর জমা হয়নি ৫৯টি আগ্নেয়াস্ত্র। হবিগঞ্জ জেলায় ৩৪৪টির মধ্যে জমা হয়েছে ২৫৬টি আগ্নেয়াস্ত্র। সময় পেরিয়ে গেলেও জেলাটিতে জমা হয়নি ৮৮টি অস্ত্র।
এ ছাড়া, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় জমাযোগ্য আগ্নেয়াস্ত্রের সংখ্যা যথাক্রমে ১৭১ ও ২৩৯টি। তথ্য মতে, এই দুই জেলার লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র জমা পড়েছে।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার জানান- জমা না হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালিত হচ্ছে। অস্ত্রগুলোর অবস্থান নির্ধারণে গোয়েন্দারাও মাঠে কাজ করছেন।
বিডি প্রতিদিন/এএম