সিলেটে মাদকসেবীদের ধরতে গিয়ে ঝোপ থেকে এক ব্যক্তির হারানো দু’নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার রাত পৌনে ১০টার দিকে জালালাবাদ থানাধীন তেমুখী এলাকায় একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো মাদকসেবীকে আটক করতে পারেনি পুলিশ।
জালালবাদ থানার এসআই রাজিব মোহন দাস জানান, উদ্ধার করা দু’নলা বন্দুকটি জালালবাদ এলাকার সুন্দর আলী নামের এক ব্যক্তির লাইসেন্সধারী অস্ত্র। সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না দাবি করে গত ২ আগস্ট তিনি থানায় জিডি করেন। শনিবার রাতে তেমুখী এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে একটি ঝোপের আড়ালে কয়েকজন যুবক বসে মাদক সেবন করছে-এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে যায়। পরে ওই ঝোপে তল্লাশি চালিয়ে একটি দু’নলা বন্দুক পাওয়া যায়। যা সুন্দর আলীর খুঁজে না পাওয়া আগ্নেয়াস্ত্র।
তিনি বলেন, মাদকসেবীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তাদের ধরতে পারলে হয়তো জানা যাবেবন্দুকটি সেই ঝোপে গেল কী করে।
বিডি-প্রতিদিন/বাজিত