সিলেটের বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বদরনগর এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন সেনাবাহিনীর ওসমানীনগর ক্যাম্পের দ্বায়িত্বে থাকা ক্যাপ্টেন মো. মুবীন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ উপজেলার বদরনগর গ্রামের সুইচ গেইট এলাকার বড়ভাগা নদীর পাশে বালুর নিচ থেকে পলিথিনে মুড়ানো অবস্থায় বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত বন্দুক ও গুলি থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                    -06_10.jpg) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        