সিলেটে একসঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ও ডেঙ্গু। বুধবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে আরও একজনের। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। অপরদিকে, এই সময়ে ২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে ডেঙ্গুতে কেউ মারা যাননি।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী- ২৪ ঘণ্টায় সিলেটে ৪১ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শারীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে- চলতি বছর এখন পর্যন্ত সিলেটে মোট ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে ২৮ জুন আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন, আর লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন ১ জন। তবে এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে কেউ মারা যাননি।
বিডি প্রতিদিন/এএম