বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। রবিবার (১৩ জুলাই) সিলেটের সুবিদবাজার পিটিআই অডিটোরিয়ামে মহানগর বিএনপির বিশেষ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, মব ভায়োলেন্স শুরু করেছে কে, কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনতো এতে সম্পৃক্ত নয়। খুঁজে দেখেন, পত্রিকার পাতাগুলো উল্টান। তাহলেই মব ভায়োলেন্সের সঙ্গে জড়িতদের খুঁজে পেয়ে যাবেন, পরিচয় জেনে যাবেন।
তিনি বলেন, যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত, তারা এসব ঘটিয়েছে। সেই লোকদের গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরি। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।
বিএনপির এ নেতা বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়াকে বিএনপি প্রশ্রয় দেয় না, বিএনপি সমর্থন করে না।
তিনি বলেন, বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারো উসকানিতে পা দেবে না। আপনারা যতই চেষ্টা করেন বিএনপিকে বিপথগামী করতে, পারবেন না।
তিনি আরও বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুকঠিনভাবে ঐক্যবদ্ধ। বিএনপির নেতৃত্বকে বিপথগামী করতে পারবেন না। উপরন্তু যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য যথেষ্ট শক্তি রাখে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক জি কে গৌছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন