ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় মোহাম্মদ জনি (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জনি উপজেলার কুমিরার চৌধুরী বাড়ির নুরুল আবছারের ছেলে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সীতাকুন্ডের কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান