চট্টগ্রামে কাভার্ড ভ্যান চাপায় মো. নয়ন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাড়বকুণ্ড এলাকায় একটি কাভার্ড ভ্যান নয়নের মোটরসাইকেলকে চাপা দেয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নয়ন ওই এলাকার আবুল বশরের ছেলে।
চমেক হাসপাতাল সুত্রে জানা যায়, দুপুরে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান নয়নের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মারাত্মক ভাবে আহত হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন