চট্টগ্রামের সীতাকুন্ড ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম করিম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ইব্রাহিম একই এলাকার মকবুল আহম্মদের ছেলে।
শনিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, গুরুত্বর আহত অবস্থায় উক্ত স্থান থেকে উদ্ধার করে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিমু ইব্রাহিম মারা যায়।
বিডিপ্রতিদিন/ ই-জাহান