চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় ধসে মোহাম্মদ শাহেদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শাহেদ ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার ফকির বাড়ির হানিফের ছেলে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদের কাঞ্চনপুর ডাবাচ্ছোলা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার এস আই নুরুজ্জামান।
তিনি বলেন, উদ্ধার হওয়া ওই কিশোরের মরদেহ ময়নাতদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্য মামলার প্রস্তুতি চলছে।
এর আগে স্থানীয় সূত্রের বরাত দিয়ে এসআই বলেন, শাহেদ সকালে পাহাড়ে লাকড়ি আনতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ে ধস নামলে সে মাটির নিচে পড়ে। পরে স্থানীয়রা ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে শাহেদের মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৮/ফারজানা