চট্টগ্রামে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. রবিউল ইসলাম পলাশ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থানার জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়েছে। সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে থানার এসআই মো. আবু বক্কর সিদ্দিক, এসআই মো. ইয়ামিন সুমনসহ সঙ্গীয় ফোর্স এসময় একটি চেরি কালারের প্রিমিউ প্রাইভেটকার থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত এসব ইয়াবা বিশেষ কৌশলে চালকের পায়ের নিচে রাখা হয়েছিল। ইয়াবাসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
গ্রেফতার হওয়া রবিউল ঢাকার ধুরতুরাগ এলাকার আব্দুর রব বিশ্বাসের ছেলে।
বিডি প্রতিদিন/২৪এপ্রিল ২০১৮/ওয়াসিফ