২৫ এপ্রিল, ২০১৮ ১৬:০৬

চট্টগ্রামে যাদুর নামে প্রতারণার অভিযোগে আটক ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে যাদুর নামে প্রতারণার অভিযোগে আটক ৯

চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে কথিত যাদুর খেলার নামে প্রতারণার অভিযোগে ৯ প্রতারককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মোস্তফা (৫২), স্বপন (৪০), আবুল কালাম (৩৮), জহিরুল ইসলাম (৩০), ইউসুফ (২৮), সাদ্দাম হোসেন (২৫), আলমগীর (২৩), জিকুব আলী (৩০) ও জামাল হোসেন (৩০)। এ সময় তাদের কাছ থেকে একটি সাউন্ড সিস্টেম ও কথিত যাদু দেখানোর নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের  বিরুদ্ধে খুলশী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির বলেন, ‘সংঘবদ্ধ প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। পথচারী ও নিম্ন আয়ের মানুষের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে তারা যাদু, সাপের খেলা, তাবিজ বিক্রির অজুহাতে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলো। বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণার অভিযোগ পেয়ে টাইপাস মোড়ে অভিযান চালিয়ে হাতেনাতে এ সংঘবদ্ধ প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করা হয়।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর