চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে রিয়া বড়ুয়া (২২) নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোতালেব।
নিহত রিয়া বড়ুয়া সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী মো. তৌহিদ বাংলানিউজকে জানান, রিয়া রিকশায় চড়ে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ওই রিকশাকে ধাক্কা দেয়। রিকশাটি ডান পাশের সড়ক বিভাজকে ধাক্কায় খায়। এ সময় রিকশা থেকে ছিটকে পড়লে রিয়ার মাথার ওপর দিয়ে চলে যায় কাভার্ডভ্যানটি।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোতালেব জানান, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৮/মাহবুব