ক্যবল টিভি বা ডিস ব্যবসাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ডিসি রোডে সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গুলিতে নিহত ফরিদুল ইসলামের স্ত্রী বাদি হয়ে শুক্রবার রাতে চকবাজার থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আরিফ হোসেন।
আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডিসি রোডের গনি কলোনি এলাকার কেসিটিএন ক্যাবল নেটওয়ার্কের ৮ শতাধিক গ্রাহকের লাইন জোর করে কেটে দেওয়ার ঘটনায় সকাল থেকে বাদশা গ্রুপ ও ফয়সাল গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এ সময় বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হয়ে ফরিদুল মারা যান।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/এনায়েত করিম