চট্টগ্রামে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। তার নাম আবুল কালাম, বয়স ৫০ বছর। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের কর্ণফুলী থানার ডাঙারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, এক গ্রাহকের বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় টিনের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন এক ইলেকট্রিশিয়ান। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কালাম একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বিডি প্রতিদিন/ ১৯ মে ২০১৮/ ওয়াসিফ