তারা সবাই পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন। কারো বাবা-মা নেই। কারো নেই নিকটাত্মী। হতভাগা এসব শিশু বসবাস করেন চট্টগ্রাম বিভাগের একমাত্র শিশু পুর্ণবাসন কেন্দ্র ‘শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের’।
এতিম-দু:স্থ দুই শতাধিক শিশুর জন্য মঙ্গলবার সন্ধ্যাটি ছিল অন্যান্যদিনের চেয়ে কিছুটা ভিন্ন। ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে তারা নেচে গেয়ে দিনটিকে নিজেদের মত করে নেয়। এসময় তাদের মাঝে বিতরণ করা হয় নতুন পোশাক ও অন্যান্য উপহার সামগ্রী। হতভাগ্য এ অনুষ্টানের আয়োজন করে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার।
দুু:স্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা (সাইকোলজিস্ট) আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া তালুকদার। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত উল আলম। পুনর্বাসন কেন্দ্রের হাউজ মাদার পাপ্পু আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মাহামুদ, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবুল বাশার। স্বাগত বক্তব্য রাখেন পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা (প্যারামেডিক) মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার বলেন, এ এতিম শিশুরা আমার বন্ধু। প্রতি বছর এদের সাথে আমার ঈদ ও কোরবানের আনন্দ উদযাপিত হয়। আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় এ বছর ঈদে তাদের সাথে আমার আনন্দ উপভোগ হয়নি তাই সুস্থ হওয়ার পর এ আয়োজন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন