চট্টগ্রামে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৭ নারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে সীতাকুণ্ডের ফকিরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মোছাম্মদ রাহেলা (৪০), মোছাম্মদ আফিয়া বেগম (১৮), ফুলতারা বেগম (২২), শাহার বানু (৫৫), সুলতানা বেগম (২৩), নাজমা বেগম (৩৫) ও মরিয়ম বেগম (২৫)। সংঘবদ্ধ হয়ে যাত্রী সেজে বাসে উঠে ছিনতাই করাই এই সাত নারীর পেশা বলে জানা গেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ওরা সাতজনই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। তারা দিনে-রাতে সব সময় যাত্রী বেশে বাস-মিনিবাসে ওঠে ছিনতাই করে। যেসব গাড়িতে মেয়ে কম কিন্তু ভিড় বেশি-এই ধরনের বাসেই তারা ছিনতাই করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার নগরীর কোতোয়ালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে ওঠে এই সংঘবদ্ধ চক্র রুমু নামের এক মেয়ের স্বর্ণের চেইন ছিনতাই করে। সাথে সাথেই ওই যাত্রী পাশে থাকা একজন নারীকে ধরে ফেলেন। অন্য যাত্রীরা এ সময় ছুটে এলে এই সুযোগে দলের অপর ছয় নারী পালিয়ে যায়। পরে যাত্রীদের সহায়তা নিয়ে আটক ওই নারীকে পুলিশের হাতে সোপর্দ করেন ভিকটিম রুমু।
আটক নারী প্রথমে সবকিছু অস্বীকার করলে পরে ছিনতাইয়ের স্বীকারোক্তি দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী নগরী এবং সীতাকুণ্ডের বিভিন্ন স্থান থেকে অপর ছয়জনকেও গ্রেফতার করে পুলিশ। এ সময় রুমুর ছিনতাই হওয়া চেইনটিও উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালীর ওসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম