চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় সমকালের সিনিয়র রিপোর্টার রুবেল খানের আড়াই বছরের শিশু রাইফা খানের মুত্যুর বিচার দাবিতে তিন দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সিইউজের আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি করা হয়। দাবিগুলো হলো, শিশু রাইফা হত্যার সঙ্গে জড়িত অবৈধ ও অনুমোদনহীন ম্যাক্স হাসপাতাল বন্ধ করা, দায়ি চিকিৎসকদের দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুনিদের পক্ষ নিয়ে থানায় গিয়ে ওসি ও সাংবাদিকদের হুমকি-ধামকি দেওয়া বিএমএ নেতা ডা. ফয়সাল ইকবালের সনদ বাতিল করা। সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সংহতি প্রকাশ করেন।
এদিকে মঙ্গলবার বিকেল তিনটায় নগরের শহীদ মিনারে রাইফা হত্যার বিচারসহ তিন দফা দাবিতে সাংবাদিক-জনতার সমাবেশের কর্মসুচি ঘোষণা করেছে সিইউজে।
সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে সহ-সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রচার সম্পাদক আহমেদ কুতুব, সমকালের ব্যুরো প্রধান সারোয়ার সুমন, সাংবাদিক মোস্তফা ইউসুফ প্রমুখ। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন-একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত বাঙালী, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচএম মুজিবুল হক শুক্কুর, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী মহিলা মুক্তিযোদ্ধা স্বপ্না দত্ত, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক সাইফুল আলম বাবু, সমকাল সুুহূদ সমাবেশের চট্টগ্রাম সভাপতি ও সাংস্কৃতিক কর্মী রাশেদ হাসান, গণআজাদী লীগের চট্টগ্রাম আহবায়ক মাওলানা নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মনসুর, চট্টগ্রাম ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের জিএস ছাত্রলীগ নেতা আরশাদুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবুল হোসেন, নুরুল আজিম রনিসহ চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমাবেশে সংহতি জানান।
সমাবেশে সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বলেন, ‘আজ মঙ্গলবার চট্টগ্রাম শহীদ মিনারে রাইফা হত্যার বিচারসহ তিন দফা দাবিতে সাংবাদিক-জনতার সমাবেশের কর্মসুচি পালন করা হবে। চট্টগ্রামের এক কোটি সাধারণ মানুষকে জিম্মি করা ডাক্তার নামের মাস্তান বিএমএ নেতা ফয়সাল ইকবালের হাত থেকে চিকিৎসা খাতকে রক্ষায় শহীদ মিনারের সমাবেশে সবাইকে হাজির হওয়ার আহ্বান করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তির ৩০ ঘণ্টা পর চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলায় মারা যায় সাংবাদিক রুবেল খানের একমাত্র মেয়ে রাফিদা খান রাইফা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান