চট্টগ্রাম মহানগরের অধিকাংশ নিন্মাঞ্চল অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্ষণে পানি জমে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অন্যদিকে, টানা বৃষ্টিতে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে জানা যায়।
পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে ২৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া সকাল ১০টায় জোয়ার শুরু হয়ে বিকেল পৌনে তিনটায় জোয়ারের পানি সর্বোচ্চ স্তরে পৌঁছাবে। এরপর ভাটা শুরু হবে। রাত সাড়ে ১০টা থেকে আবার জোয়ার শুরু হবে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, ‘বর্ষা মৌসুমের বৃষ্টি হচ্ছে। এটি অব্যাহত থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে। তাছাড়া কয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।’
জানা যায়, চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, নয়াবাজার, বেপারি পাড়াসহ নিন্মাঞ্চলে জমেছে হাঁটুপানি। জোয়ারের সঙ্গে ক্রমে বাড়ছে পানি। ফলে সড়কে কমেছে যানবাহন। তাছাড়া বিদ্যালয়গুলোতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা থাকায় শিক্ষার্থী-অভিভাবকরা বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে।
বহদ্দার হাট এলাকার বাসিন্দা ওসমান গণি বলেন, ‘অল্প বৃষ্টিতেই পানি উঠে যায়। এর সঙ্গে থাকে জোয়ারের পানি। পানির জন্য হাঁটাচলা দায় হয়ে পড়েছে। এই অভিশাপ থেকে আমরা কোনো মতেই মুক্তি পাচ্ছি না।’
এদিকে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, পটিয়াসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে, টানা বর্ষণে চট্টগ্রামের নিন্মাঞ্চল তলিয়ে যাওয়ায় রাঙামাটির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রাউজান থানার ওসি আব্দুল করিম বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে রাউজানের বিভিন্ন স্থানে পানিতে রাস্তা তলিয়ে গেছে। এ কারণে সকাল থেকে রাঙ্গামাটির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার