চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবদুল মান্নান নামে এক লরিচালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উত্তর বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ।
নিহত মান্নান কুমিল্লার মনোহরগঞ্জের দৈয়ারা গ্রামের মো. আলি হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও লরি আটক করেছে।
ওয়াসি আজাদ বলেন, চট্টগ্রামমুখী একটি ২০ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় লরি-চালক গুরুতর আহত হয়ে নিজের আসনেই আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম