তৃতীয়বারের মতো বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাওয়া রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার ফজলে করিম চৌধুরীর বাসভবনে দেওয়া সংবর্ধনায় বক্তারা বলেন, ২০১৭ সালে বৃক্ষরোপণে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে রাউজান উপজেলা। এ পদক পাওয়ায় সমগ্র রাউজান তথা চট্টগ্রামকে উচ্চ মর্যাদার আসনে বসিয়েছেন ফজলে করিম চৌধুরী। এবারসহ তৃতীয়বার বিরল এ রেকর্ড গড়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা এসএম জাহাঙ্গীর আলম সুমন, যুগ্ম-আহবায়ক ও সাবেক ছাত্র নেতা মো. শওকত হোসেন, যুগ্ম-আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মো. ইমতিয়াজ, মোস্তাফিজুর রহমান, নুরুল আবছার, উপজেলা ছাত্রলীগের (দক্ষিণ) সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম আলম, মো. জানে আলম প্রমুখ।
প্রসঙ্গত, গত বছরের ২৫ জুলাই রাউজান উপজেলায় একসঙ্গে এক ঘণ্টায় ৪ লাখ ৮৭ হাজার ৫৪০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়। তার এ উদ্যোগ সারাদেশে বেশ আলোচিত ও প্রশংসিত হয়।
বিডি-প্রতিদিন/২৫ জুলাই, ২০১৮/মাহবুব