সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর চট্টগ্রামের ডিসি হিলে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকায় ক্ষোভ এবং বিষ্ময় প্রকাশ করেছেন। একই সঙ্গে জাতীয় দিবসগুলোতে দীর্ঘদিন উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না হওয়ায় তিনি প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার সন্ধ্যায় নগরের সার্কিট হাউসে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন সংক্রান্ত মতবিনিময় সভায় মন্ত্রী এ ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামীসহ সংস্কৃতিকর্মীরা।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রশাসনতো বাইরের কেউ নন। এটিতো বিদেশি বা পাকিস্তানি প্রশাসন নয়। বাংলাদেশের প্রশাসন হয়েও, যদি দেশের সংস্কৃতি নিয়ে কথা না বলে, তাহলে তারা কার জন্য কথা বলবে?’
তিনি বলেন, ‘ডিসি হিলে দীর্ঘ দিন ধরে অনুষ্ঠান হয়ে আসছে। অনুষ্ঠানের সেই অনুমতিটাও চট্টগ্রামের ডিসিই একসময় দিয়েছিল। চট্টগ্রামের মতো একটি শহরে, ঐতিহ্যবাহী একটি জায়গায়, বহুদিন ধরে উন্মুক্ত জায়গায় অনুষ্ঠান করতে পারছে না মানুষ। এটি আমাদের কাছে খুবই বিস্ময়কর।’
মন্ত্রী বলেন, বিষয়টির একটা সমাধান দরকার। আপনারা প্রশাসনের প্রতিনিধি ও সংস্কৃতি প্রতিনিধিদের নিয়ে বসুন। কমিটি গঠন করে সিদ্ধান্ত গ্রহণ করুন। একটা নীতিমালা তৈরি করে ডিসি হিল খুলে দিন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন