চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. রাহাতের (১৩) লাশ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত মঙ্গলবার দুপুরে সোনাপাড়া এলাকায় নিখোঁজ হলে আজ বৃহস্পতিবার দুপুরে কুমরা ঘাটঘর সংলগ্ন সমুদ্র থেকে রাহাতের নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘রাহাত স্থানীয় কাজী পাড়ার ছবির আহম্মদ ড্রাইভারের ছেলে। বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের খালে গোসল করার সময় স্রোতে ভেসে যায়। দুইদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। রাহাতের মরদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার