আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ নানাবিধ কর্মসূচীতে সক্রিয় রয়েছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ। এই ধারাবাহিকতায় সংগঠনের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও পৃথকভাবে ব্যাপক কর্মসূচী পালন করছেন চট্টগ্রামের তিন সাংগঠনিক কমিটি দায়িত্বশীল নেতারা।
সুন্দর ও সু-শৃংখল পরিবেশে চট্টগ্রাম মহানগর, থানা, জেলা, উপজেলায় তৃনমূল নেতা-কর্মীদের তৎপরতাও বেড়ে গেছে। তবে চট্টগ্রামের সাংগঠনিক কমিটির দায়িত্বশীল নেতারা সক্রিয়ভাবে দলীয় নানা কর্মসূচীতে প্রতিনিয়ত অংশগ্রহণ করছেন বলে জানান দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের।
চট্টগ্রাম উত্তর জেলার রাউজান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এসএম জাহাঙ্গীর আলম সুমন ও যুগ্ম-আহ্বায়ক মো. শওকত হোসেন বলেন, সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে উপজেলায় নানাবিধ কর্মসূচী পালন করা হবে। এতে কেক কাটা কর্মসূচী পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হবে। এ কর্মসূচীতে উপজেলা ও জেলার শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার স্বেচ্ছাসেবকলীগের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার পৃথক কর্মসূচি রয়েছে। এতে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সকাল ৯টায় দলীয় কার্যালয়ে কেক কাটবেন। এতে উপস্থিত থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলার নেতারা। একই সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পাশাপাশি জেলার বিভিন্ন থানায়ও কর্মসূচী পালন করবে। তিন সাংগঠনিক কমিটির পৃথক প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও চট্টগ্রামের শীর্ষ নেতারা।
অন্যদিকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম উত্তর জেলা, রাউজান, রাঙ্গুনীয়া ও ফটিকছড়িসহ বিভিন্ন থানায়ও প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথক কর্মসূচি পালন করছেন।
দলীয় সূত্রে আরো জানা যায়, গত বছর সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে নগর, উত্তর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের পৃথক কর্মসূচী পালন করা হয়েছে। মুসলিম হলে নগর কমিটি বিকালে কেট কেটে উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। উত্তরে কেক কাটেন জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম।
এসময় ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মফিজুর রহমানসহ জেলার নেতারা। দক্ষিণ জেলায়ও একইভাবে কেট কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন