বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলকে হত্যা সাথের সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে। এ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং পায়েলের আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করেন। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পায়েলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জীবিত অবস্থায় খালে ফেলে দেয়ায় তার মৃত্যু হয়েছে। এটা নৃশংস অপরাধ। এ হত্যাকাণ্ডের বিচার না হলে দীর্ঘ হবে এ ধরণের হত্যাকাণ্ড।
চট্টগ্রামস্থ সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম বেলায়েত হোসেন এতে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সারওয়ার হাসান জামিল, মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু ইউছুপ রিপন, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমানা নাসরিন, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমন পায়েলের তিন মামা কামরুজ্জামান চৌধুরী টিটু, গোলাম সোহরাওয়ার্দী বিপ্লব এবং বাহার চৌধুরী শিপন।
প্রসঙ্গত, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পায়েল গত শনিবার যাত্রীবাহী বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হন। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার ভাটেরচর সেতুর নিচে খালে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার মামা গোলাম সোরয়ার্দী বিপ্লব তিন জনকে আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ ওই পরিবহনের বাসের সুপারভাইজার জনিকে মঙ্গলবার রাতে ঢাকার মতিঝিল এলাকা এবং বুধবার ঢাকার আরামবাগ থেকে চালক জামাল হোসেন এবং হেলপার মো. ফয়সালকে গ্রেফতার করে। বৃহস্পতিবার চালক জামাল হোসেন মুন্সীগঞ্জের একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৮/হিমেল