প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা নাছিম আহমেদ সোহেল হত্যা মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সোহেল হত্যা মামলার আসামি মো. শামীম আজাদ ওরফে ব্লেড শামীম (২৪) ও মো. তৌহিদ (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর সিটি গেইট এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চালিয়ে সীতাকুণ্ডের দিক থেকে নগরে প্রবেশ করছিল। সিটি গেইট চেকপোস্টে তাদের তল্লাশি করে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিনটি গুলি পায় পুলিশ। গ্রেফতার শামীম নগরের ওমরগনি এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতিতে জড়িত।
ওসি বলেন, ২০১৬ সালের ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মিলে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে ছাত্রলীগ নেতা সোহেলকে। এ মামলায় গত ৬ মার্চ শামীমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। এক মাস আগে জামিনে মুক্তি পায় সে। এ মামলায় গত ১২ জুন সোহেল হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে আসামির তালিকায় শামীমের নামও আছে।
বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৮/হিমেল