চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম আরাফাত ইসলাম ওরফে আব্বিয়া (২০)।
শুক্রবার সকালে নগরীর ফিরিঙ্গী বাজার ব্রিজঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আব্বিয়া কক্সবাজারের উখিয়া থানার পালংখালী দশ ঘরিয়া পাড়ার শফিকুর রহমানের ছেলে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আরাফাতকে গ্রেফতারের পর প্যান্টের পকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান