চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের একটি ব্রীক ফিল্ডের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের গলা, কান ও পুরুষ অঙ্গ থেতলানো ছিল।
জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের নাইন জিরো নাইন নামে একটি ব্রীক ফিল্ডের পাশ এক অজ্ঞাত পুরুষের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতে চিহ্ন রয়েছে। গায়ের রঙ কালো।
বিডি-প্রতিদিন/ ই-জাহান