পরিচ্ছন্নকর্মী বা সেবকদের জীবনমান উন্নত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ২৩১ কোটি ৪২ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ১৪ তলা বিশিষ্ট ৭টি ভবন নির্মাণ করবে। ‘পরিচ্ছন্ন কর্মী নিবাস’ শীর্ষক এ প্রকল্পটি রবিবার অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
চসিকের নিজস্ব ভূমির ৮টি স্থানে ২ হাজার ৪৬১ পরিবারে ৩ হাজার ৪৬৩ জন সেবক বসবাস করেন। এদের মধ্যে ১৩০৯ জন পরিচ্ছন্নকর্মী চসিকের কাজে নিয়োজিত। এই পরিচ্ছন্নকর্মীদের জন্যই ১৪ তলা বিশিষ্ট সাতটি ভবন নির্মাণ করা হবে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় অনুমোদন পেয়েছিল প্রকল্পটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে সেবকদের এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এ প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্নকর্মীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত হবে। পাশাপাশি তাদের জীবনমান উন্নত হবে। সেবকরা যদি নিরাপদ ও আরামদায়ক পরিবেশে থাকতে পারেন সেক্ষেত্রে কাজের প্রতি সেবকরা আরও বেশি আন্তরিক হবেন। প্রকল্পটি শহরকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জানা যায়, বর্তমানে নগরের মাদারবাড়ি, ফিরিঙ্গিবাজার, বান্ডেল রোড ও ঝাউতলায় পরিচ্ছন্নকর্মীদের জন্য চসিকের নির্মিত ভবন রয়েছে। সেগুলোর বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যা বাসযোগ্য নয়।
এদিকে, রবিবার অনুষ্ঠিতব্য একনেক সভায় বিশেষ আমন্ত্রণে একনেক সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নিজেই উপস্থিত থাকার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম