চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৬ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল (৩০) নামে এক তেলবাহী ট্যাংকার চালককে আটক করেছে র্যাব। উপজেলার বটতলী স্টেশন থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়। আটক মো. ইসমাইল লোহাগাড়া উপজেলার রশিদারপাড়া এলাকার আলী হোসেনের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান জানান, মো. ইসমাইল দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইসমাইল কক্সবাজার থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করে আসছে। আটক ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার