চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. নুরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ। শনিবার (২৮ জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
মো. নুরুল ইসলাম উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, দুই মামলার পলাতক আসামি মো. নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৮/হিমেল