চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন পাহাড়তলীর চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সামনে অটোরিকশার ধাক্কায় ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, অজ্ঞাত পরিচয়ের এক পথচারীকে একটি অটোরিক্সা ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শী একজন চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার