চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার কামাল বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রাজিব দাশ (৩২) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। রাজিব দাশ স্থানীয় অর্জুন দাশের ছেলে। আজ বেলা ২টার দিকে মোহরা বড় বারিয়ার পাশে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এএসঅঅই শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, নিজ দোকানের ছাদে এলোমেলো থাকা টিন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপর গুরুত্ব আহত অবস্থায় স্থানীয়রা চমেকে নিয়ে এলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার