জেলা শিল্পকলা একাডেমির নব-নির্বাচিত কমিটিকে বরণ করে নিলেন একাডেমির সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন। এসময় জেলা প্রশাসক নব-নির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং তারাও সভাপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, সংস্কৃতিচর্চা মানুষের জীবনযাত্রার মানকে পরিশুদ্ধ করে। সুস্থ সংস্কৃতির ধারাকে অব্যাহত রেখে সাংস্কৃতিচর্চাকে ত্বরান্বিত করতে হবে। যুব সমাজকে সংস্কৃতিচর্চার দিকে ধাবিত করতে হবে। যাতে তারা খারাপ কাজের দিকে ধাবিত না হয়। দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হলে সংস্কৃতিচর্চা আরও বাড়াতে হবে। তবে শিল্পকলা একাডেমির চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে নির্বাচিত কমিটিসহ সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং নব-নির্বাচিত কমিটিকে যে কোন উন্নয়নমূলক কাজসহ নানাবিধ বিষয় নিয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকরে কনফারেন্স রুমে অভিনন্দন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) ও নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার হাবিবুর রহমান, নব-নির্বাচিত সহ-সভাপতি রণজিত রতি, জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন কোহেল, হাসান জাহাঙ্গির, কার্য-নির্বাহী সদস্য কংকন দাশ, বাপ্পা চৌধুরী, মোস্তফা কামাল যাত্রা ও সাংবাদিক সাইদুল ইসলাম, শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন শিকদার ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সুপারভাইজার নাছির উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন ফারজানা