চট্টগ্রামের যুবলীগ নেতা ফরিদুল ইসলাম ফরিদ হত্যা মামলার আসামি মো. ফসয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালত ফয়সালকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ফয়সালকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ। রিমান্ড শুনানি শেষে তিনদিন মঞ্জুর করেছেন বিচারক।
গত ২৭ এপ্রিল কেবল ব্যবসার দ্বন্দ্বে চকবাজার থানার পশ্চিম বাকলিয়া চাঁনমিয়া মুন্সী লেইনের কালাম কলোনিতে ফরিদুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। তিনি চকবাজার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঘটনার দিন রাতে চকবাজার থানায় নয়জনকে আসামি করে মামলা করেন ফরিদের স্ত্রী মনোয়ারা বেগম। গত রবিবার বাকলিয়ার ডিসি রোড থেকে ফয়সালকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এরপর গত সোমবার তাকে আদালতে হাজির করা হয়। দেওয়ান বাজারের বাসিন্দা তালিকাভূক্ত সন্ত্রাসী ফয়সালের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৮/হিমেল