চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকায় ‘শ্বাসরোধ’ করে বিবি রহিমা (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। আজ বুধবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিবি রহিমা অ্যাডভোকেট জুয়েলের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বশর বলেন, ‘ফরিদারপাড়া এলাকায় একটি বাসা থেকে বিবি রহিমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রহিমার স্বামী অ্যাডভোকেট জুয়েল বিকেল ৩টার দিকে বাসায় এসে স্ত্রীর মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে, সকালেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার