চট্টগ্রাম বন্দরে কলম্বো থেকে অবৈধভাবে আনা ৫০ লাখ ৯১ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কাস্টম কমিশনার, চট্টগ্রাম ড. একেএম নুরুজ্জামান জানান, কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চের (এআইআর) সক্রিয় প্রচেষ্টা ও কঠোর নজরদারিতে সিগারেটগুলো জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, বন্দরের ইউ-ব্যাগেজের ৭ নম্বর শেডে সিগারেটগুলো আটক করা হয়। ‘এমভি ইএচএম সিরিমোনা’ জাহাজে করে কলম্বো থেকে গত ১৮ জুন হবিগঞ্জের ফিরোজ মিঞার ছেলে মিজানের ব্যক্তিগত ব্যবহৃত পণ্য ঘোষণার চালানটি চট্টগ্রাম বন্দরে আসে।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, ‘পারসোনাল ইফেক্ট’ ঘোষণা দিয়ে বিভিন্ন ব্রান্ডের ৩ লাখ ৩৯ হাজার ৪০০ শলাকা নিয়ে আসা হয়েছে। এসব সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৭ লাখ ২১ হাজার ৩০৯ টাকা। শুল্ক ফাঁকির পরিমাণ ৪৩ লাখ ৬৯ হাজার ৬৯০ টাকা। এসব সিগারেটের বাজার মূল্য ৫০ হাজার ৯১ লাখ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার