বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রামের বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম ও চট্টগ্রামে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে নগরের জিইসি মোড় এলাকায় ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে বের হওয়ার সময় তাদের আটক করা হয় বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যলয়ে জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা হয়। সভা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে পৌঁছে দেয়ার জন্য গেলে নগরের জিইসি মোড়ে পৌঁছলে তাদের দু'জনকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।
ডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৮/মাহবুব