চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার উপ-পুলিশ কমিশনার পদে রদবদল হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয় বলে জানা যায়।
এতে সিএমপিতে সদ্য বদলি হয়ে আসা মো. মিজানুর রহমানকে সিএমপির গোয়েন্দা বিভাগের (উত্তর জোন) উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগের (উত্তর জোন) উপ-পুলিশ কমিশনার এসএম মেহেদী হাসানকে দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার, দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেনকে গোয়েন্দা বিভাগের (বন্দর জোন) উপ-পুলিশ কমিশনার এবং গোয়েন্দা বিভাগের (বন্দর জোন) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শদীদুল্লাহকে সিএমপির নবগঠিত কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিইউ) উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান বলেন, ‘চার উপ-পুলিশ কমিশনার পদে রদবদল হয়েছে। এটি নিয়মিত বদলি। তবে কাউন্টার টেরোরিজম ইউনিটে নতুন করে উপ-পুলিশ কমিশনারের পদ সৃষ্টি করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার