চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পু্লশি। আজ বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. আবদুর রহিম স্বপন (৩০) ও মো. সোহেল (৩২)।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘গোপন সূত্রের খবরে ট্রাকের ভেতর করে কৌশলে পাচারের সময় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিক পরিচয় দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার