চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. আজিজুল হককে (৪৮) রাহাত্তারপুল এলাকা থেকে গ্রেফতার করেছে পু্লশি। আজ বৃহস্পতিবার বিকাল ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজিজুল হক পূর্ব বাকলিয়া এলাকার মো. জানে আলমের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করার প্রস্তুতিকালে জামায়াত নেতা মো. আজিজুল হককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার