চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের চোরাই যন্ত্রাংশ ভর্তি একটি ট্রাকসহ দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোমবার সন্ধ্যায় এক অভিযানে তাদের আটক করে বলে জানান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (সিআই) কর্মকর্তা সত্যজিৎ দাশ।
আটককৃত ব্যক্তিরা হলেন, সাছুল হকের ছেলে ওমর ফারুক (২৮) ও মৃত সামাদ বেপারীর ছেলে সিরাজ মিয়া (৬২)। দুজনের গ্রামের বাড়ি কুমিল্লা হলেও বর্তমানে নগরীর পাহাড়লী খুলশী আবাসিক এলাকায় বসবাস করছেন।
সিআই কর্মকর্তা সত্যজিৎ দাশ জানান, গোপন সূত্রের সংবাদে জানতে পারি চোরাই মালামাল ভর্তি আটক ট্রাকটি পাহাড়তলী রেলওয়ে কারখানা থেকে পাচার হচ্ছে। দীর্ঘদিন ধরেই একটি চক্র বিভিন্ন কৌশলে রেলওয়ে কারখানার মালামাল পাচার করে আসছে। এ ঘটনায় তদন্তের পাশাপাশি রেলওয়ে সম্পত্তি আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৮/বাজিত হোসেন