চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হয়েছেন বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ এবং সর্ববৃহৎ সংগঠন বিএফইউজে'র (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
বিএফইউজে'র মনোনয়নে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য মনোনীত হন তিনি। সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় রিয়াজ হায়দার চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৮/হিমেল