সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন সংলগ্ন সমুদ্র সৈকত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে আসগর আলী (২৮) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসগর আলীর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সৈয়দপুর ইউনিয়ন সংলগ্ন সৈকতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
কি কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি দেলোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম