চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এইচএম আবু তৈয়ব চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১৫ হাজার ১৬১ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী নাজিম উদ্দীন মুহুরীকে হারিয়েছেন। সোমবার দ্বিতীয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
জানা যায়, ফটিকছড়িতে ভোটার রয়েছেন তিন লাখ ৭৬ হাজার ৫৮৬ জন। উপজেলায় ১৩৬টি ভোটকেন্দ্র রয়েছে। আনারস প্রতীক নিয়ে এইচএম আবু তৈয়ব ৫৭ হাজার ৬০২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী নাজিম উদ্দীন মুহুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৪৪১ ভোট।
বিডি প্রতিদিন/এ মজুমদার